রাজ্যের পুলিশ অফিসারদের জন্য সুখবর! নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রাজ্য প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ পুলিশের উন্নতিতে বেশ কয়েকটি নয়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সেসব সিদ্ধান্তের কথা জানালেন তিনি। রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধা মিলবে এবার থেকে। এছাড়া WBPS বা রাজ্য পুলিশের জন্য পৃথক সংগঠন গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

একঝলকে দেখে নিন, পুলিশের জন্য কী কী সুবিধা মিলবে এবার থেকে –

  • ৬ জন ডিএসপি (ডেপুটি পুলিশ সুপার) পদোন্নতি, এএসপি (অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার) পদে উন্নীত হলেন তাঁরা
  • কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি হবে 
  • ৬৩০ জন পুলিশ অফিসারকে আনা হল ফোরামের আওতায়
  • এবার থেকে এএসপি ও এসডিপিও-রা পাবেন বিশেষ ভাতা। ASP-দের জন্য মাসে ২৫০০ টাকা ও SDPO-দের জন্য মাসে ২০০০ টাকা ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
  • এছাড়া উর্দির জন্য বছরে ১৫ হাজার টাকা করে পাবেন অফিসাররা, আগে তা ছিল মাসে মাত্র ২০০ টাকা
  • নতুন করে ২০০ জন WBPS, WBCS নিয়োগ করা হবে রাজ্যে
  • ৪০ ঊর্ধ্ব পুলিশ অফিসারদের স্বাস্থ্যপরীক্ষা হবে বিনামূল্যে 
নবান্নে সাংবাদিক সম্মেলন | Press conference at Nabanna

নবান্নে সাংবাদিক সম্মেলন | Press conference at Nabanna

Posted by Mamata Banerjee on Thursday, June 23, 2022

রাজ্যের পুলিশ অফিসার অর্থাৎ WBPS-দের IPS পদে উন্নীত করতে আগ্রহী রাজ্য সরকার। তবে তার জন্য কেন্দ্রীয় অনুমোদন দরকার। আর তার জন্য ২০১৯ সাল থেকে তিনবার কেন্দ্রের কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। অনুমোদন মিললেই প্রক্রিয়া শুরু হবে। 

এর আগে মুখ্যমন্ত্রী WBCS অফিসারদের ফোরাম তৈরি করে দিয়েছিলেন। এক ছাদের তলায় এনে তাঁদের কাজের সুবিধার জন্য সংগঠনটি তৈরি হয়েছি। আর এবার WBPS-দেরও সংগঠিত করে তাঁদের উন্নতিতে একগুচ্ছ ঘোষণা করলেন। নবান্নে তাঁর এই ঘোষণায় উচ্ছ্বসিত রাজ্যের পুলিশ মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*