প্রায় ছয় ঘণ্টা পর বাচ্চা কোলে সিজিও কমপ্লেক্স ছাড়লেন রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ কয়লাপাচার কাণ্ডে বৃহস্পতিবার ইডির মুখোমুখি হন অভিষেক পত্নী ৷ বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ চলে আসেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ৷ তবে সবাইকে অবাক করে রুজিরা ইডি দফতরে হাজির হন তাঁর সন্তানকে নিয়ে ৷ এদিন সকালে সন্তান কোলে নিয়েই রুজিরা চলে যান ইডি অফিসের চার তলায় ৷ বিকেল ৫টার পর সন্তান কোলে নিয়ে হেঁটে সিজিও কমপ্লেক্সের গেট অবধি আসেন তিনি ৷ সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই গাড়িতে উঠে পড়েন রুজিরা ৷
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিস দেয় ইডি। এদিনই হাজিরা দেওয়ার নির্দেশ দেন আধিকারিকরা। রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ দিল্লি থেকে একটি বিশেষ দল এসে পৌঁছোয় কলকাতার সিজিও কমপ্লেক্সে। কয়লাপাচার-কাণ্ডে রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়।
গত ১৪ জুন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সাত ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। ওই দিন বেলা সাড়ে ১১টা নাগাদ অভিষেকের হরিশ মুখার্জী স্ট্রিটের বাড়িতে আসেন সিবিআই কর্তারা। সন্ধে সাড়ে ৬টা নাগাদ জিজ্ঞাসাপর্ব শেষ করে রুজিরার বাড়ি ছাড়েন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। শেষবারের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিলেছিল রুজিরার বয়ানে। তাই এদিন তাঁকে ফের তলব করা হয়েছে।
Be the first to comment