কং-এনসিপির সঙ্গ ছাড়ব, ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরুন

বিক্ষুব্ধদের বার্তা শিবসেনার

Spread the love

বিক্ষুব্ধদের দাবি মেনে কংগ্রেস-এনসিপির সঙ্গ ছাড়তে রাজি হয়েছে শিবসেনা ৷ কিন্তু তার আগে বিক্ষুব্ধ বিধায়কদের মুম্বই ফিরে আসতে হবে বলে জানিয়ে দিলেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত ৷ বৃহস্পতিবার তিনি বলেন, ‘মহা বিকাশ আগাড়ি সরকার থেকে বেরিয়ে আসতে শিবসেনা তৈরি ৷ কিন্তু বিক্ষুব্ধদের ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরে আসতে হবে ৷

কং-এনসিপির সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলানোর দাবি তুলেই মহারাষ্ট্র ছেড়ে অসমের রাজধানী গুয়াহাটিতে ঘাঁটি গেড়েছেন একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বহু বিধায়ক৷ শিন্ডের দাবি, তাঁর সঙ্গে ৪৪ জন বিধায়কের সমর্থন রয়েছে ৷ কিন্তু রাজ্যপাল ও ডেপুটি স্পিকারের কাছে যে চিঠি তিনি পাঠিয়েছেন তাতে সই রয়েছে ৩৪ জন বিধায়কের ৷ তাদের মধ্যে শিবসেনার বিধায়ক ৩০ জন ৷ বুধবার আরও ৫ জন বিধায়ক গুয়াহাটি উড়ে যান৷ তাদের মধ্যে তিনজনই নির্দল বিধায়ক৷ মহারাষ্ট্র থেকে আরও বিধায়ক যোগ দিচ্ছেন শিন্ডে শিবিরে৷ সব মিলিয়ে এই মুহূর্তে শিন্ডের কাছে দলের ৩৭ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি ওই শিবিরের৷ এরপর গুয়াহাটিতে সমস্ত বিধায়কের সঙ্গে বৈঠক করেন একনাথ শিন্ডে৷ সেই বৈঠকে একনাথের সঙ্গে ৪২ জন বিধায়ককে দেখা গিয়েছে৷ ছবিতেই পরিষ্কার, অটো চালক থেকে শিবসৈনিক হয়ে ওঠা শিন্ডের প্রতি সমর্থন রয়েছে দলের সিংহভাগ বিধায়কের৷

খোদ বিধায়করা বিদ্রোহী হয়ে ওঠায় সম্ভবত এই প্রথম দলের প্রতি উদ্ধবের কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে৷ গতকাল ফেসবুক লাইভে উদ্ধব বলেই ফেলেছিলেন, ‘২৫ বছর শিবসেনা, কং-এনসিপির বিরুদ্ধে লড়াই করেছে৷ কিন্তু তারা যেটা করেনি সেই বিশ্বাসঘাতকতা করেছেন দলের বিধায়করা৷’ এখন প্রয়াত বাল ঠাকরের তৈরি দলের রাশ নিজের হাতে রাখতে মরিয়া শিবসেনা সুপ্রিমো৷ অন্যদিকে শিন্ডে শিবিরের তরফে বারবার জানানো হয়েছে, তারা চান না মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ইস্তফা দিন৷ তাঁদের দাবি, তিনি বিজেপির সঙ্গে জোট করে আবার নতুন করে সরকার গঠন করুন৷ যদিও শিবসেনা এই বিষয়ে মুখে কোনও রা কাড়ছে না৷ সঞ্জয় রাউত এদিন বলে দেন, বিক্ষুব্ধদের আগে মুম্বই ফিরে আসতে হবে৷ ২৪ ঘণ্টা তাদের সময় দেওয়া হল৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*