গরমের ছুটি কাটিয়ে আগামী ২৭ জুন খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল। ইতিমধ্যে স্কুল গুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই নির্দেশিকা। পুরোদমে স্কুল হবে বলেই জানালেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।
আবার নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনা। তাই কোভিড প্রোটোকল মেনেই সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। দ্রুতই মুখ্যমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনায় বসবেন ব্রাত্য বসু। স্কুল গুলিকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার রবীন্দ্র ভারতীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান শিক্ষামন্ত্রী।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের ব্যাপারে সতর্ক হতে হবে প্রতি স্কুলকে। ক্লাস এবং গোটা স্কুল বিল্ডিং স্যানিটাইজ করতে হবে।স্কুলের প্রতিটি দিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে জল জমে না থাকে সেদিকে কড়া নজর রাখতে হবে। শিক্ষক, অশিক্ষক কর্মী এবং ছাত্রদের অবশ্যই ভ্যাকসিনের ডবল ডোজ নিতে হবে। কোভিড প্রোটোকল মেনে স্কুলের সকলকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।
Be the first to comment