প্রভিডেন্ট ফান্ড সংস্থাকে আরও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার কথা স্মরণ করিয়ে দিলেন তৃণমূল সাংসদ এবং শ্রমিকনেত্রী দোলা সেন। বৃহস্পতিবার এয়ারপোর্ট অথরিটি এবং পিএফ কমিশনের যৌথ উদ্যোগে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। সেই আলোচনাচক্রের উদ্বোধন করেন দোলা সেন।
সাংসদ বলেন, প্রভিডেন্ট ফান্ড একজন কর্মচারীর প্রাপ্য অধিকার। সেই অধিকার থেকে কর্মচারীদের বঞ্চিত করার কোনও কারণ থাকতে পারে না। এটা কোনও প্রতিষ্ঠানের দয়ার দান নয়। মনে রাখতে হবে, শ্রমিক কর্মচারীদের পরিশ্রমবাবদ পাওনা টাকা থেকেই প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হয়। কাজেই শ্রমিক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়া অধিকারের মধ্যেই পড়ে। কারণ এই টাকা তাঁদের পরিশ্রমের ফসল।
শ্রমিকনেত্রী বলেন, অনেক সংস্থাই শ্রমিক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাৎ করে ফেলে। তা নিয়ে বিভিন্ন সময় মামলা মোকদ্দমা হয়। সেই সব মামলা দীর্ঘদিন চলার ফলে শ্রমিক কর্মচারীরা অসুবিধায় পড়েন। সাংসদের দাবি, তিনি রাজ্যসভায় এই বিষয়ে বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। দোলা জানান, এনএসসিবিআই এয়ারপোর্ট ক্যাজুয়াল কন্ট্রাক্টচুয়াল ওয়ার্কার্স ইউনিয়ন অনেকদিন ধরেই এধরনের একটি আলোচনাসভা করার কথা বলে আসছিল। অবশেষে সেই আলোচনাসভা সম্ভব হল বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পিএফ কমিশনের যৌথ উদ্যোগে।
Be the first to comment