জমির দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাতারের মোহনপুর গ্রাম। শুক্রবার এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক গুলি ও বোমাবাজির অভিযোগ। ঘটনায় গুরুতর জখম আট জন। এদের মধ্যে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর,ভাতারের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল ও বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর অনুগামীদের মধ্যে একটি জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল। শুক্রবার সকালে ফের ওই জমিকে কেন্দ্র করে নতুন করে বচসা শুরু হয় সুভাষ ও মানগোবিন্দর অনুগামীদের মধ্যে। উত্তেজনা এতটাই বেড়ে যায় যে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, সংঘর্য চলাকালীন বোমা-গুলিও ছোড়া হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী ও র্যাফ।
নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য এলাকায় পুলিসি টহল চলছে। এখনও পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস।
Be the first to comment