উত্তরের ৮ জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণে এখনই ভারী বৃষ্টি নয়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় বেশি বৃষ্টি হবে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপের পরিস্থিতির প্রয়োজন, তার কোনও ইঙ্গিত নেই। এদিন কলকাতা এবং লাগোয়া এলাকার দিনের আকাশ মেঘলাই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷
আগামী ৫ দিন কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকালের তুলনায় শনিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, এমন পূর্বাভাস হাওয়া অফিসের। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির জেরে ডুয়ার্সের নদীগুলির জলস্তর বাড়বে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে।
Be the first to comment