দক্ষিণবঙ্গে যখন ঝির ঝিরি বৃষ্টি। তখন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। আগেই পূর্বাভাস ছিল উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। সেই মতো রবিবার সকাল থেকে উত্তরের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। ছাতা মাথায় নিয়ে ভোট দিতে যেতে হচ্ছে সকলকে। বৃষ্টি উপেক্ষা করেই দীর্ঘ ১০ বছর পর আজ পাহাড়ে জিটিএ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট হচ্ছে। তবে এ বৃষ্টি এখনই কমার নয়। আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ,কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি হবে। আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরমধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। বুধবারেও কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।
উত্তরের সব জেলাতেরি প্রায় আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবন রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে দেরিতে বর্ষা ঢোকায় এখনই বর্ষার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। তবে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে। মঙ্গল ও বুধবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকালে সর্বনিম্ন ছিল তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ।
Be the first to comment