রবিবার সকাল হতে না হতেই ফের নিজস্ব ঢঙে শিন্ডে বাহিনীকে হুঁশিয়ারি সঞ্জয় রাউতের৷ টুইট করে শিবসেনা মুখপাত্র জানতে চান, আর কতদিন গুয়াহাটিতে লুকিয়ে থাকবেন?’ টুইটের সঙ্গে ডেপুটি স্পিকারে নরহরি জিরওয়ালের ছবি পোস্ট করেন সঞ্জয় রাউত ৷
ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের অপসারণ চেয়ে প্রস্তাব আনার জন্য নোটিস দিয়েছেন একনাথ শিন্ডে। পাল্টা শিবসেনার আবেদন মেনে বিক্ষুব্ধ ১৬ জন বিধায়ককে সদস্যপদ খারিজের নোটিস পাঠান ডেপুটি স্পিকারও ৷ সব মিলিয়ে মহারাষ্ট্রে চরমে উঠেছে উদ্ধব-শিন্ডে শিবিরের সংঘাত৷ যদিও গুয়াহাটি হোটেলে শিন্ডে শিবিরের থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বুধবার থেকে অনুগামী বিধায়কদের নিয়ে গুয়াহাটির হোটেলে রয়েছেন একনাথ শিন্ডে ৷ প্রথমে এক সপ্তাহের জন্য বিধায়কদের থাকার ব্যবস্থা করা হয়েছিল হোটেলে ৷ সেটা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে ৷
উদ্ধব শিবিরের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে রবিবার দুপুর ১২টায় গুয়াহাটির হোটেলে বৈঠকে বসছেন একনাথ শিন্ডে ৷ মাঝে একদিন তিনি গোপনে চলে গিয়েছিলেন গুজরাত ৷ সেখানে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে গোপনে বৈঠক করেন একনাথ ৷ সূত্রের খবর, দু’জনের মধ্যে সরকার গঠন নিয়েই কথা হয়েছে ৷
শনিবারই শিন্ডে বাহিনী ঠিক করেছে, তাদের নতুন দল বা মঞ্চের নাম হবে শিবসেনা বাল ঠাকরে। আর সেদিনই শিবসেনার জাতীয় কর্মসমিতির বৈঠকে উদ্ধব গোষ্ঠী শিন্ডে গোষ্ঠীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে। শিন্ডে-সহ বেশ কয়েকজন বিক্ষুব্ধ বিধায়ককে তাড়ানোর সিদ্ধান্ত একেবারে পাকা।
কর্মসমিতির বৈঠকে উদ্ধব মারাঠি অস্মিতার কথা উল্লেখ করে বলেন, বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করতে শিন্ডেদের লজ্জা পাওয়া উচিত। ওই নাম উচ্চারণ করারও কোনও অধিকার তাঁদের নেই। শিবসেনার প্রতীক এবং বাল ঠাকরের নাম যাতে তাঁরা ব্যবহার করতে না পারেন, তার জন্য শিবসেনা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে।
Be the first to comment