রাজ্যের তিন জেলার ৬টি ওয়ার্ডে আজ সকাল থেকে নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ ৷ এই ওয়ার্ডগুলির মধ্যে নজরকাড়া কেন্দ্র অবশ্যই ঝালদা ৷ গত মার্চ মাসে সদ্য পুরভোটে জয়ী কংগ্রেস প্রার্থী তপন কান্দুর মৃত্যুর পরই খবরের শিরোনামে পুরুলিয়ার ঝালদা ৷ আজ ঝালদার সেই ২ নম্বর ওয়ার্ডে চলছে উপনির্বাচন ৷ কংগ্রেস এখানে প্রার্থী করেছে তপনের ভাইপো মিঠুনকে ৷ এদিন তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে ৷
অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে তপন কান্দু অমর রহে লেখা-সহ ব্যানার লাগানো ছিল ৷ খবর পাওয়ার পরই নির্বাচন কমিশনের তরফে সেগুলি সরিয়ে দেওয়া হয় ৷ যদিও মিঠুনের অভিযোগ, ১০০ মিটারের বাইরেই ব্যানার লাগানো ছিল ৷ কিন্তু পুলিস তপন কান্দুর নামে লেখা ব্যানারই সরিয়ে দেয় ৷ বাকি দলের ব্যানার এখনও সেখানে রয়েছে ৷ এ ব্যাপারে তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক বলেন, আজ সকাল থেকে আমারও ব্যানার নেই ৷ এটা নির্বাচন কমিশনের ব্যাপার ৷ এ নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই।
এদিন উত্তর ২৪ পরগনার চারটি পুরসভার চারটি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ ৷ কেন্দ্রগুলি হল দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড৷ পানিহাটি বাদে বাকিগুলি কেন্দ্রে নির্বাচন স্থগিত ছিল ৷ উল্লেখ্য, ঝালদার মতো পানিহাটিতেও খুন হন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত ৷ তাঁর মৃত্যুতে ফাঁকা হয় আসনটি ৷
এছাড়া দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষণ সংক্রান্ত একটা সমস্যা ছিল ৷ অন্যদিকে ভাটপাড়ায় পুর নির্বাচনের দু’দিন আগে মৃত্যু হয় বাম প্রার্থী বাবলী দে’র ৷ যে কারণে ওই সময় নির্বাচন সম্পন্ন করা যায়নি ৷ এদিন ওই কেন্দ্রগুলির সঙ্গে ভোটগ্রহণ চলছে চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ৷
Be the first to comment