সুপ্রিম কোর্টে শিণ্ডের আর্জির শুনানি আজ, ফোনে কথা রাজ ঠাকরের সঙ্গে

Spread the love

মহারাষ্ট্রের রাজনৈতিক পটচিত্র এবার গড়াল সুপ্রিম কোর্টের দরজায়। দেশের সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে বি পর্দিওয়ালার এজলাসে সোমবার একনাথ শিণ্ডের বিদ্রোহী শিবিরের আর্জির শুনানি হবে। মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক তথা মন্ত্রী একনাথ শিণ্ডে বিধানসভার ডেপুটি স্পিকারের আনা বরখাস্তের নোটিসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। শিণ্ডে এই নোটিসকে অবৈধ এবং অসাংবিধানিক বলে বর্ণনা করে এর উপরে স্থগিতাদেশ চেয়েছেন। জরুরি ভিত্তিতে এদিনই তাঁর আবেদনের উপর শুনানি হবে।

আবেদনে শিণ্ডে বলেছেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিধানসভার স্পিকার নানা পাটোলে ইস্তফা দেওয়ার পর স্পিকার পদ শূন্য অবস্থায় রয়েছে। ডেপুটি স্পিকার কাজ চালালেও তাঁর বরখাস্তের নোটিস দেওয়া অসাংবিধানিক। এ ব্যাপারে তাঁর কোনও এক্তিয়ারই নেই। যেহেতু শিণ্ডে ও তাঁর দলবল এখনও গুয়াহাটিতে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন, তাই তাঁদের হয়ে আদালতে আবেদন দাখিল করেছেন আইনজীবী অভিনয় শর্মা। তিনিও বলেন, ডেপুটি স্পিকারের বরখাস্ত করার ক্ষমতা নেই। সংবিধান মোতাবেক তিনি যে যে পদক্ষেপ করেছেন, তার সবটাই অবৈধ। আবেদনে বলা হয়েছে, বরখাস্তের বিষয়ে ডেপুটি স্পিকার যাতে কোনও পদক্ষেপ না করতে পারেন, সেই নির্দেশ দিক সর্বোচ্চ আদালত। ডেপুটি স্পিকারকে সরানোর প্রস্তাবের উপর সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁকে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত রাখা।

এরমধ্যেই উদ্ধব-বিরোধী বলে খ্যাত বালাসাহেবের পরিবারেরই নেতা রাজ ঠাকরের সঙ্গেও ফোনে কথা বলেছেন একনাথ শিণ্ডে। ফলে মুম্বইয়ের পরিস্থিতি আরও ঘোরাল হচ্ছে। রাজ ও উদ্ধবের শত্রুতার কথা সবাই জানে। রাজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ডালপালা শুকিয়ে এলেও এখনও তাদের কিছু অস্তিত্ব আছে। তাই এমএনএস প্রধানের সঙ্গে শিণ্ডের নতুন সখ্য রাজ্যের রাজনীতিতে নতুন করে পালে হাওয়া লাগাতে পারে বলে অনেকে মনে করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*