হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলপড়ুয়ার মৃত্যুতে ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম। তিনি ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন পুরকমিশনার বিনোদ কুমারের কাছে। মেয়র জানান, সিএসসি এবং পুরসভার লাইটিং বিভাগের ডিজির ভূমিকাও খতিয়ে দেখা হবে। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মেয়র। পাশাপাশি মৃতর পরিবারকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম।
রবিবার সন্ধেয় কলকাতার হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির পড়ুয়া নীতীশ যাদবের। জলমগ্ন রাস্তা দিয়ে হাঁটার সময় ল্যাম্পপোস্টে হাত দিতেই দুর্ঘটনা ঘটে যায়। পুলিশ সূত্রে খবর, ৩৪/বি হাফিজ মহম্মদ ইস্তাক রোড দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় নীতীশ। ঘটনাস্থলে সে অজ্ঞান হয়ে যায়। এর পর স্থানীয়েরাই তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্থানীয় সূত্রে খবর, নীতীশ ব্রজমণি স্কুলের ছাত্র। রবিবার এক শিক্ষিকার বাড়িতে যাচ্ছিল। সারা দিনের বৃষ্টিতে পাড়ার রাস্তায় জল জমে ছিল। নীতীশ ল্যাম্পপোস্টে হাত দিয়ে রাস্তা পার হতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় নীতীশ। লুটিয়ে পড়ে রাস্তায়। ওই মর্মান্তিক দৃশ্য দেখেও স্থানীয় কেউ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে কাছে যেতে পারেননি। খবর দেওয়া হয় সংশ্লিষ্ট বিদ্যুৎ দফতরকে। প্রায় আধ ঘণ্টা পরে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক এসে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে তাকে উদ্ধার করে।
Be the first to comment