আজই সন্ধ্যায় মুম্বই ফিরছেন শিন্ডে, জেড ক্যাটাগরির নিরাপত্তা বিদ্রোহী নেতাকে

Spread the love

আদিত্যর প্রচ্ছন্ন হুমকি, বাড়ির সামনে ঠাকরে অনুগামীদের তাণ্ডব, বিধায়ক পদ খারিজের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা৷ এমন টানটান উত্তেজনাময় পরিস্থিতিতে মুম্বই ফিরতে চলেছেন একনাথ শিন্ডে৷ সূত্রের খবর, আজ সোমবার সন্ধে তিনি মুম্বই বিমানবন্দরে নামবেন৷ শিন্ডের মুম্বই আসার খবর ছড়িয়ে পড়লে বিমানবন্দরের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে পুলিস৷ ঠাকরেদের অনুগামী আম শিব সৈনিকদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে পারেন তিনি৷ তাই বিমানবন্দরের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিস৷ পাশাপাশি শিন্ডের নিরাপত্তা বাড়িয়ে জেড ক্যাটাগরি করেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক৷

একনাথ শিন্ডে বিদ্রোহী হয়ে ওঠায় মহারাষ্ট্রে চাপে পড়েছে উদ্ধবের নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ি সরকার৷ যত দিন গিয়েছে শিন্ডে শিবিরে শিবসেনা বিধায়কের সংখ্যা বেড়েছে৷ সরকার বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে আম শিব সৈনিকদের আবেগকে আঁকড়ে ধরেছেন উদ্ধব ঠাকরে৷ গত কয়েকদিন ধরে ঠাকরে অনুগামীরা বিদ্রোহীদের বাড়ি ও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন৷ পাল্টা শক্তি দেখাতে পথে নেমেছেন শিন্ডের অনুগামীরা৷ দু’পক্ষই একে অপরের ব্যানার, ছবি মাটিতে ফেলে জুতো মারছে, কালি মাখাচ্ছে৷ এছাড়াও যেখানে যেখানে দুই গোষ্ঠী মুখোমুখি হচ্ছে সেখানেই হাতাহাতিতে জড়িয়ে পড়ছে শিব সৈনিকরা৷ এই পরিস্থিতিতে শহর জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ দু’পক্ষের বিক্ষোভে কড়াইয়ে গরম তেলের মতো ফুটছে মহারাষ্ট্র৷ রাজ্যে যখন এই অবস্থা, ঠিক সেই সময় রাজ্যে ফিরছেন একনাথ শিন্ডে৷

সূত্রের খবর, মহা-জট কাটাতেই মুম্বই ফিরছেন শিবসেনার বিদ্রোহী নেতা৷ মুম্বই ফিরে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে শিন্ডের৷ সম্প্রতি কোভিড থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন রাজ্যপাল৷ তাঁর সঙ্গে দেখা করে মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা কাটানোর পথ বার করবেন শিন্ডে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*