শুভেন্দু ছাড়াও টাকা নিয়েছেন ওঁর ভাই; তালিকায় মুকুল-অধীরও, ফের বিস্ফোরক সুদীপ্ত সেন

Spread the love

দফায় দফার তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী । কখনও পঞ্চাশ লাখ-কখনও আবার নব্বই । শুধু শুভেন্দু নন, টাকা নেওয়ার তালিকায় রয়েছেন তাঁর ভাইয়েরাও। ফের একবার শুভেন্দুর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুললেন ধৃত সারদা কর্তা সুদীপ্ত সেন। সারদা কর্তার আরও অভিযোগ, শুধু শুভেন্দু অধিকারী নন, তাঁকে চাপ দিয়ে দফায় দফায় টাকা নিয়েছিলেন মুকুল রায়, অধীর চৌধুরীর মতো নেতারাও।

বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন ধৃত সারদা কর্তা। সেখানেই তিনি বিচারককে ফের জানান, কাঁথিতে অফিস তৈরির অনুমতি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে টাকা নেন শুভেন্দু। সুদীপ্ত সেনের অভিযোগ, শুভেন্দু অধিকারী বহু লাখ টাকা নেন। টাকা নেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারীও। সব কিছু বিস্তারিত দেওয়া আছে সিবিআই-কে।

ব্যাঙ্কশাল আদালতে সুদীপ্ত সেন জানান, শুভেন্দু অধিকারী তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা নেন। তিনি আরও জানান অন্য একটি প্রজেক্টের জন্য ৯০ লাখ টাকা দেওয়া হয় শুভেন্দুকে। এছাড়াও তাঁকে এর আগে এবং পরে অনেক টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেন সুদীপ্ত।

দিন কয়েক আগেই আদালত থেকে চিঠি দিয়েছিলেন সারদা কর্তা। প্রেসিডেন্সি জেল থেকে প্রিজনার্স পিটিশনে তিনি ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে হাই কোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি পাঠিয়েছিলেন। সেখানে শুভেন্দু অধিকারী তাঁর কাছ থেকে কী ভাবে টাকা নিয়েছেন, তার কিছু বিস্তারিত কথা বলেন। যথাযথ তদন্ত চান। সুদীপ্ত সেনের অভিযোগ, তাঁর কাছ থেকে প্রতারণা করে, ব্ল্যাকমেল করে শুভেন্দু টাকা নিলেও সিবিআই পদক্ষেপ করছে না। পাশাপাশি একটি সমবায় ব্যাঙ্কের কথাও উল্লেখ করেন সারদা কর্তা।

সারদা কর্তার আরও অভিযোগ ছিল, সেবির হাত থেকে তাঁকে বাঁচিয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নিয়েছেন শুভেন্দু। সে সময় রীতিমতো ব্ল্যাকমেল করতেন বর্তমানের বিরোধী দলনেতা। টাকা দেওয়ার প্রসঙ্গ উত্থাপনের পাশাপাশি সুদীপ্ত সেনের প্রশ্ন কেন এখনও শুভেন্দুকে গ্রেফতার করা হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*