এবার ভুয়ো লিঙ্কে ক্লিক করে প্রতারণার ফাঁদে পড়লেন টলি অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। লালবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার অভিযোগ বিদ্যুতের বিল মেটানো নিয়ে একটি মেসেজ আসে ফোনে। সেখানে ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ২ লক্ষ্য টাকা। লালবাজারের সাইবার সেলে অভিযোগ করার পাশাপাশি ব্যাঙ্কেও অভিযোগ দায়ের করেছেন অভিনেতা।
জানা গিয়েছে, গত ১৩ জুন একটি এসএমএস আসে শান্তিলাল মুখোপাধ্যায়ের ফোনে। সেখানে লেখা ছিল, ওইদিনই বিদ্যুতের বিল জমা না দিলে রাতের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তড়িঘড়ি সেই লিঙ্কটি খুলে দেখেন তিনি। অ্যাপের মাধ্যমে বকেয়া টাকাও মিটিয়ে দেন। আর তারপরেই একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। বলা হয়, পেমেন্ট আপডেট হয়নি। তার জন্য ১১ টাকা দিতে হবে। তাঁর ফোনে একটি লিঙ্কও পাঠানো হয়।
অভিনেতার দাবি, ওই লিঙ্কে ক্লিক করার কিছুক্ষণ পরেই ব্যাঙ্ক থেকে ফোন করে তাঁকে জানানো হয়, যে তাঁর অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা তোলা হয়েছে। এর পরই সন্দেহ হয় তাদের। এসবিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে সঙ্গে সঙ্গে ফোন করে জিজ্ঞাসা করা হয় আমরা এই টাকা তুলেছি কি না। তাদের জালিয়াতির বিষয়টি জানাতে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয় লেনদেন। টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিলেও তা জালিয়াতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছয়নি। তার আগেই মাঝ পথে আটকে যায় লেনদেন।
পরে জালিয়াতির শিকার হয়েছেন বুঝে, স্থানীয় সুড়শুনা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানানো হয় লালবাজার এবং ব্যাঙ্কেও। জানা গিয়েছে, ব্যাঙ্কের তরফে ২১ দিন সময় চাওয়া হয়েছে টাকা ফেরত দেওয়া জন্য। পাশাপাশি আশ্বস্ত করা হয়েছে ২১ দিন হলে টাকাটি ফেরত পাওয়া যাবে।
নাগরিকদের ফাঁদে ফেলতে নতুন পথ নিয়েছে প্রতারকরা। আপনার বিদ্যুতের বিল দেওয়া থাকলেও মিথ্যে বলা হচ্ছে এসএমএস করে। একবার জালিয়াতদের জালে পা দিলেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট। ঠিক যেমনটা ঘটে থাকছে প্রায়ই অনেকের সঙ্গে। তাই ফোনে মেসেজ আশা সব লিঙ্কে ক্লিক করার আগে ভেবে নিন। তারপর ক্লিক করুন।
Be the first to comment