রাজ্যজুড়ে ক্রমশ চওড়া হচ্ছে করোনার দাপট। পরপর তিনদিন দৈনিক সংক্রমণ প্রায় তিন হাজার ছুঁইছুঁই। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৬২ জন। যা আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য কম। একদিনে রাজ্যে করোনার বলি বাংলার ৪ জন। যা নিঃসন্দেহে দুশ্চিন্তা বাড়িয়েছে রাজ্যবাসী-সহ চিকিৎসক মহলের।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে ৭৩৭ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ আগেরদিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও কম। তবে এদিনও দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে এই জেলা। দ্বিতীয় স্থানে তিলোত্তমা। একদিনে কলকাতায় সংক্রমিত ৬৫৮ জন। তৃতীয় স্থানে হুগলি এবং চতুর্থ স্থানে পশ্চিম বর্ধমান। সেখানে সংক্রমিত যথাক্রমে ১৯৬ ও ১৫২ জন। পজিটিভিটি রেট ১৭.৩৬ শতাংশ।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,২৫৭ জন। গতকালের তুলনায় যা সামান্য কম। তবে গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বেড়েছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৯০। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে ০.৩০ শতাংশ। চিন্তায় রাখছে কেরলের করোনা গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪২ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮।
Be the first to comment