ফ্ল্যাট দেওয়ার নামে মন্ত্রী-মেয়রের জাল প্যাড ব্যবহারে মোটা টাকা আত্মসাৎ, ধৃত মহিলা

Spread the love

শহরে বড় প্রতারণা চক্রের হদিশ মিলল। এবার মেয়র, স্বাস্থ্যমন্ত্রী ও বিধায়কের নামে জাল প্যাড ছাপিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল মৌ গুহ নামে এক মহিলার বিরুদ্ধে। অভিযোগ, সরকারি আবাসনে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ করে।  ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিস। উদ্ধার হয়েছে বেশকিছু জাল নথিপত্র। এই চক্রে মহিলার স্বামী নিমাই নস্কর ও আরও অনেকে জড়িত আছে বলে জানিয়েছে পুলিস।

পুলিস সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের বাসিন্দা পেশায় জ্যোতিষী দীপালি মিত্রের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় মৌ-এর। মৌ নিজেকে রাসবিহারীর তৃণমূল বিধায়ক এবং মেয়র পারিষদ দেবাশিস কুমারের আপ্ত সহায়ক বলে পরিচয় দেয়। দীপালিকে বলা হয়, দেবাশিস কুমার তাঁর কথা মতোই চলেন। সরকারি আবাসনে দীপালিকে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় ওই মহিলা। সেই ফাঁদে পা দেন দীপালি। ধাপে ধাপে প্রায় দেড় লক্ষ টাকা মৌকে দেন দীপালির পরিবার। পরে ফের দেবাশিস কুমারকে উপহার হিসেবে একটি সোনার চেনও দিতে হবে বলে মৌ দাবি করে। দীপালির পরিবার তা দিতেও রাজি হয়। যার বাজার মূল্য প্রায় ৬৫ হাজার টাকা। আবাসনের রেজিস্ট্রেশন ফি হিসেবেও নেওয়া হয় বেশকিছু টাকাও। মৌয়ের সঙ্গে ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছয় যে, দীপালিরা তাঁদের মেয়ের সঙ্গেও তাকে পরিচয় করিয়ে দেয়। ফ্ল্যাট দেওয়ার নামে দীপালির মেয়ের থেকেও টাকা হাতায় মৌ। এমনটাই অভিযোগ দীপালির। দীপালির অভিযোগ, টাকা দেওয়া হলেও ফ্ল্যাটের কোনও নথি পাননি তাঁরা। এরপর সন্দেহ হতেই পুলিসের দ্বারস্থ হয় দীপীলির পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে টালিগঞ্জ পুলিস।

তদন্তে নেমে পুলিস ওই মহিলাকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে বেশকিছু জাল সরকারি নথিপত্রও। পুলিস জানিয়েছে, মেয়র ফিরহাদ হাকিম, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিধায়ক দেবাশিস কুমারের জাল প্যাড ছাপিয়ে এই চক্র চালাত ওই মহিলা। এই চক্রের সঙ্গে তার স্বামী এবং আরও অনেকেই যুক্ত রয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় তাঁর সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, সে বিষয়ে জানতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*