ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নতুন করে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ আগামী ২১ জুলাই ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷ সোমবারই ইডি সমনের নোটিস পাঠায় কংগ্রেস সভানেত্রীকে৷ এর আগে অসুস্থতার জন্য ইডির কাছে সময় চেয়ে নিয়েছিলেন সোনিয়া৷ তাঁর আবেদন মেনে নিয়ে শেষ পর্যন্ত ২১ জুলাই কংগ্রেস সভানেত্রীকে ডেকে পাঠাল ইডি৷
ন্যাশনাল হেরাল্ড মামলাতেই ইডি জেরার মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী৷ জুন মাসে পাঁচবার তিনি যান ইডি দফতরে৷ প্রতিবারই রাহুল ৯-১০ ঘণ্টা ইডি দফতরে কাটান৷ ওই সময়ে সোনিয়াকেও তলব করেছিল ইডি৷ কিন্তু তিনি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন৷ হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁর নাক দিয়ে ক্রমাগত রক্তক্ষরণ হয়৷ চিকিৎসা চলাকালীন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ছত্রাক সংক্রমণ দেখা দেয়৷ তাই আর ইডি অফিসে যেতে পারেননি কংগ্রেস সভানেত্রী৷ চিঠি পাঠিয়ে তিনি ইডির কাছে হাজিরার জন্য সময় চেয়ে নিয়েছিলেন৷
পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন সোনিয়া৷ কংগ্রেস সূত্রে জানা যায়, দীর্ঘ জেরার ধকল নেওয়ার মতো শক্তি দলনেত্রীর তখন ছিল না৷ তাই আর একটু সুস্থ হয়ে ইডি দফতরে যেতে চান৷ যে কারণে ফের ইডির কাছে সময় চেয়ে নেন সোনিয়া৷
কংগ্রেসের তরফে বারবার জানানো হয়েছে, গান্ধী পরিবার কোনও দুর্নীতিতে জড়িত নয়৷ তাই জেরা এড়ানোর প্রশ্নই ওঠে না৷ সোনিয়া-রাহুল দু’জনই ইডির অফিসারদের মুখোমুখি হবেন৷ রাহুল পাঁচবার গিয়েছেন৷ ডাকলে আবারও যাবেন৷ সোনিয়া অসুস্থ থাকায় যেতে পারেননি৷ তবে সুস্থ হয়ে উঠলে তিনিও ইডির প্রশ্নের মুখোমুখি হবেন৷ এর আগে রাহুলের জেরার দিনগুলিতে দিল্লির রাজপথে নেমে সত্যাগ্রহ শুরু করেছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা৷ কর্মীদের সঙ্গে হেঁটে ইডি দফতরে পৌঁছতে দেখা যায় রাহুলকেও৷ এবার খোদ সভানেত্রীর পালা৷ তিনি যেদিন ইডি অফিসে যাবেন সেদিনও বড় আন্দোলন কর্মসূচির পরিকল্পনা থাকবে দলের৷
Be the first to comment