তাঁর আসার খবরে দুপুর থেকেই ভিড় জমতে শুরু করেছিল। রঙিন পতাকা হাতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন অনেকেই। তাঁদের মধ্যে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা যেমন ছিলেন, তেমনই অনেক সাধারণ মানুষও ভিড় করে দাঁড়িয়েছিলেন। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখা যেতেই উঠল, দিদি-দিদি স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগানও শোনা গেল। পাহাড়বাসীর উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত মমতা গাড়ি থেকেই নমস্কার জানান।
৪ দিনের সফরে সোমবার পাহাড়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী আসবেন, তাই পাহাড়বাসী বহুক্ষণ থেকেই রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল। মুখ্যমন্ত্রী আসতেই পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলির কর্মী সমর্থকরা পতাকা নিয়ে স্লোগান দিয়ে স্বাগত জানান। এদিন বিকেলে দার্জিলিংয়ে পৌঁছন মমতা। মুখ্যমন্ত্রী পাহাড়ে এলে বরাবরই গোটা রাস্তায় জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকেন পাহাড়ি মানুষেরা। কেউ ফুল নিয়ে, কেউ খাদা নিয়ে স্বাগত জানান তাঁকে। মমতাও তাঁদের দেখে দাঁড়ান। গাড়ি থেকে মুখ বাড়িয়ে কথা বলেন।
মঙ্গলবার জুলাই মুখ্যমন্ত্রীর সামনেই দার্জিলিংয়ের ম্যালের চৌরাস্তায় জিটিএ-র নবনির্বাচিত ৪৫ জন সদস্য শপথ নেবেন। অনিত থাপা দু’দিন আগেই কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীকে শপথগ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সদ্য নির্বাচিত শিলিগুড়ি মহকুমা পরিষদের জয়ী প্রার্থীদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই পাহাড় সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। বুধবার নেপালি কবি আচার্য ভানু ভক্তের জন্মজয়ন্তী। ম্যালের চৌরাস্তায় জন্মজয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর থাকার কথা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন তিনি।
Be the first to comment