‘পাহাড় অশান্ত হতে দেব না’, দার্জিলিং থেকে হুঙ্কার মমতার

Spread the love

কারও প্ররোচনায় পা দেবেন না। পাহাড়ে অশান্তি হতে দেব না। পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায়। সেই কারণেই পাহাড় জিটিএ চায়। এত শান্তিপূর্ণ নির্বাচন আগে দেখিনি। গত ১০ বছরে আমরা জিটিএকে ৭ হাজার কোটি টাকা দিয়েছি। পাহাড়ে শান্তি থাকলে অর্থনৈতিক উন্নয়ন হবে। মঙ্গলবার জিটিএ-র সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, মঙ্গলবার জিটিএ-র নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ৪৫ জন নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করে শোনান জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার। দার্জিলিংয়ের ম্যালে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘কারও প্ররোচনায় পা দেবেন। এর আগে অনেকেই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করেছিল। সেই চেষ্টা আর সফল হবে না।’  

Oath taking ceremony of elected members of Gorkhaland Territorial Administration Sabha 2022

Oath taking ceremony of elected members of Gorkhaland Territorial Administration Sabha 2022

Posted by Mamata Banerjee on Monday, July 11, 2022

পাহাড়ে শিল্পের প্রভূত সম্ভাবনা আছে, এদিন এমনটাই জানান মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘দার্জিলিংয়ে ২০০ একর জমির উপর ইন্ড্রাস্ট্রিয়াল হাব হবে। হোটেল, হোম স্টে হবে। এর ফলে প্রচুর কর্মসংস্থান হবে। আইটি ইন্ড্রাস্ট্রির জন্য দার্জিলিং আদর্শ জায়গা। মহিলাদের স্বনির্ভরতায় জোর দেওয়ার বার্তাও দেন তিনি। বলেন, মহিলাদের স্বনির্ভরতায় জোর দিন। সেলফ হেল্প গ্রুপ তৈরি করুন।’ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*