নিজের কাজের হিসেব নিয়ে কলকাতায় আসবেন, ধূপগুড়িতে দলীয় কর্মীদের নির্দেশ অভিষেকের

Spread the love

তৃণমূল কংগ্রেস করতে হলে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে৷ তাদের হয়ে কাজ করতে হবে৷ সভাপতি, সহ-সভাপতি থেকে শুরু দলের প্রতিটি কর্মীদের প্রতি কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের কঠোর নির্দেশ, এক বছরের বেশি সময় হয়ে গেল৷ এই সরকার ক্ষমতায় এসেছে ৷ দলের নেতা-কর্মীরা কতটা-কত বার সাধারণ মানুষের কাছে গিয়েছেন, তার হিসেব দিতে হবে ৷ এরপরই অভিষেক বলেন, ২১ জুলাই কলকাতায় শহিদ সমাবেশ ৷ সে দিন কলকাতায় আসার সময় গত এক বছরে কতবার-কখন কোনও বুথে গিয়েছেন, কী কী কাজ করছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের অভাব-অভিযোগ শুনে কাজ করেছেন কি না, তার খতিয়ান নিয়ে আসবেন৷ ছবি-সহ সেই প্রমাণ আমাকে দেখাবেন৷ যারা দেখাতে পারবেন না, তারা আসবেন না ৷ 

এ দিনের সভা থেকে অভিষেক বলেন, আলিপুরদুয়ার-কোচবিহারে হয়তো আমাদের কিছু ভুল ছিল ৷ সেই ভুলের দায় স্বীকার করছি৷ আমাদের আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে ৷ মানুষই তৃণমূলের ভাগ্যবিধাতা ৷ গত বছর বিধানসভা ভোটে মানুষের রায় আমরা মাথা পেতে নিয়েছি ৷ কিছু ভুল অবশ্যই ছিল ৷ তা স্বীকার করে আগামী দিন আরও ভাল করে সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে ৷ 

দলের কর্মী-সংগঠক থেকে শুরু করে প্রতিটি সদস্যকে অভিষেকের কঠোর নির্দেশ, ঠিকাদারি করলে তৃণমূলে থাকা যাবে না ৷ তাঁর কথায়, হয় ঠিকাদারী করুন, না হলে তৃণমূল কংগ্রেস করুন ৷ তৃণমূল কংগ্রেস মানুষের কথা বলে ৷ মানুষের কাছে যান, তাদের কথা শুনুন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বয়সে মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনতে পারেন, তাহলে আপনারা কেন নন- দলীয় কর্মী-সংগঠকদের প্রতি প্রশ্ন অভিষেকের ৷ এর পরই তাঁর স্পষ্ট বার্তা, যাঁরা মানুষের কাছে যাচ্ছেন না, তাদের কথা শোনেন না, মানুষের কাছে মাথা নোয়াবেন না, তারা আগামী দিনে ভোটে টিকিট পাবেন না ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*