হাওড়ার পর এবার বেলদা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যু রাজ্যে। মঙ্গলবার উচ্চক্ষমতা সম্পন্ন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হল বেলদা থানার বৈরামপুর এলাকায়। মৃতের নাম সমীর হাঁসদা। বয়স ৩৫ বছর। সমীর মাঠে কাজ করতে যাওয়ার সময় আচমকা বৃষ্টি আসে। সেই সময় একটি গাছে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। গাছটি হাওয়াতে বিদ্যুতের তার স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। পরিবারের সদস্যরা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য সংগ্রহ করেছে বেলদা থানার পুলিস। এদিন হাওড়া জেলার উলুবেড়িয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মৃতের নাম আম্মাজান। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ছাগলের খাবার আনতে যান তিনি। ঘণ্টাখানেক পরেও তিনি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। রাস্তার পাশে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
এরপর তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।গত কয়েক সপ্তাহে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। শহর কলকাতার পাশাপাশি জেলা থেকেও মৃত্যুর খবর মিলেছে। প্রথম থেকেই বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও জানিয়েছিলেন, প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। রাস্তায় যত্রতত্র ছড়িয়ে থাকা বিদ্যুতের তার দ্রুত সুরক্ষিত জায়গায় সরানোর ব্যবস্থা করা হবে। এরই মধ্যে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে গেল।
Be the first to comment