শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন ও সরকারি চ্যানেলের দখল নিল আন্দোলনকারীরা

Spread the love

শ্রীলঙ্কার গণ-অভ্যুত্থান সফল হওয়ার পথে। রাজধানী কলম্বো এখন পুরোপুরি আন্দোলনকারীদের দখলে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও সরকারি টিভি চ্যানেলের দখল নিল আন্দোলনকারীরা। বুধবার দুপুরে হাজার হাজার বিক্ষোভকারী রূপবাহিনী কর্পোরেশন বা সরকারি টিভি চ্যানেলের অফিসে ঢুকে পড়ে। তারাই গোটা অফিসের দখল নিয়ে সম্প্রচারে ব্যাঘাত ঘটায়।

তাদের আগেই দাবি ছিল, এখান থেকে দেশবাসীর উদ্দেশে তারা তাদের মতামত জানাবে। এরপরই টিভি কর্তৃপক্ষ সব অনুষ্ঠান বন্ধ করে দেয়। অন্যদিকে, এদিন সকাল থেকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের বাসভবনের সামনে জড়ো হওয়ার পর অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষে বাড়ির দখল নিল জনতা। কলম্বোর প্রাণকেন্দ্রে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে উঠে জাতীয় পতাকা উড়িয়ে দেয় তারা।

এদিকে, পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পার্লামেন্টের স্পিকারকে জানিয়ে দিয়েছেন, তিনি আজই পদত্যাগ করবেন। পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে নিজেই একথা জানিয়েছেন। রাজধানী কলম্বোর এই আগুনে পরিস্থিতি দেখে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানকার দূতাবাসের সমস্ত কার্যবিধি ২ দিনের জন্য বাতিল করেছে।

এদিন দুপুরে সরকার-বিরোধী আন্দোলনকারীরা প্রায় একই সময়ে প্রধানমন্ত্রীর বাসভবন ও সরকারি টিভি চ্যানেলের অফিসে ঢুকে পড়ে। পুলিস-সেনাবাহিনী নামিয়েও ঠেকানো যায়নি উত্তাল জনতাকে। একের পর এক কাঁদানে গ্যাসের শেল ছুড়লেও পিছু হটেনি জনতা। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে দেখা যায়, হঠাৎই রূপবাহিনী নিউজ চ্যানেলের স্টুডিওতে ঢুকে পড়তে। তখন একটি লাইভ টেলিকাস্ট চলছিল। তখন ওই ব্যক্তি সটান ক্যামেরার সামনে এসে বলেন, শুধুমাত্র আন্দোলনের ছবি ও খবর দেখাতে হবে। সঙ্গে সঙ্গে সম্প্রচার বন্ধ করে, রেকর্ডেড প্রোগ্রাম দেখাতে থাকে কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*