বিভেদের রাজনীতি যাঁরা করেন তাঁদের মানুষ মনে রাখে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

কাঞ্চনজঙ্ঘার মাটি থেকে ‘বিবিধের মাঝে মিলনও মহান’-এর বার্তা ফেরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ভাবে মানব জীবনের অন্তরে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য-চিত্র ছড়িয়ে আছে, আগামী দিন বাংলার মাটি যেন তেমনই সুন্দর হয়ে ওঠে, আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর বার্তা, বড় মানুষ-বড় নেতা হতে গেল বিভেদ নয়, ঐক্যের ফেরিওয়ালা হতে হয়। যে বা যাঁরা বিভেদের রাজনীতি করেন, তাঁরা কোনও ভাবেই মানুষের অন্দরে ঠাঁই পেতে পারেন না। হতে পারেন না বড় মানুষ। নেতা।

Celebration of 208th birth anniversary of Adikavi Bhanubhakta Acharya #2

Celebration of 208th birth anniversary of Adikavi Bhanubhakta Acharya #2

Posted by Mamata Banerjee on Wednesday, July 13, 2022

দার্জিলিংয়ে বুধবার কবি ভানুভক্ত আচার্যের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে থেকেই তিনি বিভেদ-রাজনীতি নিয়ে সুর চড়ান। যে সকল রাজনৈতিক দল বা নেতৃত্ব ঐক্য নয়, বিভেদের উষ্কানি দেয়, তাদের প্রতি কঠোর বার্তা দেন তিনি।

Celebration of 208th birth anniversary of Adikavi Bhanubhakta Acharya

Celebration of 208th birth anniversary of Adikavi Bhanubhakta Acharya

Posted by Mamata Banerjee on Wednesday, July 13, 2022

মমতা বলেন, ভারতের ঐতিহ্য মিলনের কথা বলে। এখানে বিভেদের কোনও স্থান নেই। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ দাশ, নেতাজি সুভাষ থেকে চিত্তরঞ্জন-প্রত্যেকেই মানুষে মানুষে মিলনের কথা বলেছেন। আজ তাই তাঁরা সকলের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। কবি ভানুভক্তও তেমনই মানুষে মানুষে ঐক্যের কথা বলেছেন তাঁর লেখায়। সে জন্যই তিনি সবার অন্তরে আজও স্থান করে আছেন। এর পরই মমতার বার্তা, যাঁরা বিভেদ তৈরির চেষ্টা করেন, তাঁদের মানুষ মনে রাখে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*