আগামী ৭৫ দিন ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেবে কেন্দ্র

Spread the love

দেশজুড়ে করোনার চতুর্থ ঢেউ শুরু হতেই টিকাকরণে উৎসাহ বাড়াতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী ১৫ জুলাই থেকে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে। বুধবার এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বিশেষ কর্মসূচি চলবে ৭৫ দিন পর্যন্ত। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে দেশজুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন চলছে। সেই কর্মসূচির আওতায় প্রাপ্তবয়স্কদের ৭৫ দিন পর্যন্ত বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

করোনার দু’টো টিকা নেওয়ার পর প্রাপ্তবয়স্কদের একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেয় কেন্দ্র। মাঝে দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই কমে যাওয়ায় বুস্টার ডোজ নিতে প্রাপ্তবয়স্করা উৎসাহ হারিয়ে ফেলে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ১৮-৫৯ বছর বয়সী ৭৭ কোটি জনসংখ্যার মাত্র এক শতাংশের কম ব্যক্তি বুস্টার ডোজ নিয়েছেন। যদিও ষাটোর্ধ্ব ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মী ও করোনার প্রথম সারির যোদ্ধাদেরই বুস্টার ডোজ নেওয়ার উৎসাহ বেশি। দেশের ষাটোর্ধ্ব জনসংখ্যার অন্তত ২৬ শতাংশের বুস্টার ডোজ নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ নিয়ে চিন্তা থেকেই গিয়েছে।

এক সরকারি কর্তা জানিয়েছেন, অধিকাংশ ভারতীয়র দ্বিতীয় টিকা ন’মাস আগেই নেওয়া হয়ে গিয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের গবেষণাতে পাওয়া গিয়েছে, টিকার দুটো ডোজ নেওয়ার ছয় মাস পর শরীরে অ্যান্টিবডি অনেকটা থিতু হয়ে যায়। তাই বুস্টার ডোজ নিলে সেটা শরীরের অ্যান্টিবডিকেই সক্রিয় করে তোলে।

কিন্তু ভারতীয়দের মধ্যে বুস্টার ডোজ নেওয়ার অনীহা তৈরি হয়েছে। তার উপর দেশে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। তাই এই সময় টিকাকরণ নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিল কেন্দ্র জানা গিয়েছে, আগামী ১৫ জুলাই থেকে টিকাকরণ কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে ১৮-৫৯ বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে। এতদিন দ্বিতীয় ডোজ নেওয়ার ন’মাস পর বুস্টার ডোজ নিতে পারতেন ভারতীয়রা। গত সপ্তাহে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের ব্যবধান কমিয়ে আনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ ন’মাস থেকে ব্যবধান কমিয়ে ছ’মাস করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*