মঙ্গলবারই রাজ্যে এসে প্রচার পর্ব সেরে ফিরে গিয়েছেন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করলেও তিনি রাজ্যের অন্য রাজনৈতিক দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেননি। বুধবার এই নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এদিন রাজ্য বিধানসভায় ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, এই প্রথম আমরা দেখলাম রাষ্ট্রপতি পদপ্রার্থী রাজ্যে এলেন, কিন্তু অন্য দলের কাছে ভোট চাইলেন না। একটি হোটেলে বিজেপি বিধায়কদের সঙ্গে বসে মিটিং করলেন। আমাদের কাছে তো ভোট চাননি, তাহলে ভোট দেওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে। আর কে কাকে চিঠি দিচ্ছেন, এটাও তো রীতিনীতি না।
প্রসঙ্গত, কয়েকদিন ধরেই বিজেপি নেতারা তাঁদের বক্তব্যে বারবার ক্রস ভোটিং-এর প্রসঙ্গ উসকে দিয়েছেন। এদিন তারই জবাব দিতে গিয়ে পার্থ বলেন, ‘ওরা আগে ওদের ৭৭ টা ভোট চূড়ান্ত করুক।
বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের চিঠি দিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোটদানের জন্য আবেদন করা হয়েছে। এরই জবাবে পার্থ বলেন, বিজেপি পরিষদীয় দল চিঠি দেওয়ার কে? প্রার্থী যেখানে কোনও আবেদন করেন নি। পার্থ চট্টোপাধ্যায়ের মতে, ঘৃণ্য রাজনীতির জন্য বিজেপি পরিষদীয় দল চিঠি দিয়েছে আমাদের বিধায়ক-সাংসদদের।
বিজেপি একজন আদিবাসীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে লাভ নিতে চাইছে বলে মনে করেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, আদিবাসীদের জন্য আন্দোলন করে আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কী অবদান, তা দেশের মানুষ জানে। সিম্বলিক কাউকে প্রার্থী করে প্রমাণ করা যায় না যে আদিবাসীদের জন্য এরাই সব কিছু করেছে।
Be the first to comment