যাত্রীদের জন্য খুলল শিয়ালদহ মেট্রো। বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম ট্রেন ছাড়ল সেক্টর ৫-এর উদ্দেশে। প্রথম দিনই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল যাত্রীদের।শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মেট্রো পথে দূরত্ব ৯ কিলোমিটারের কাছাকাছি। যাত্রাপথের সময় প্রায় ২১ মিনিট। এদিন সকাল ৬:৫৫ এ শুরু হয়ে ৭:১৬ তে গিয়ে শেষ হয় প্রথম মেট্রো চলাচল।
প্রথম দিন শিয়ালদহ মেট্রোর যাত্রীর হিসেবে সাক্ষী থাকতে মেট্রো হারার অনেক আগে থেকেই স্টেশনে ভিড় জমেছিল যাত্রীদের। কারণ অন্যান্য স্টেশনের তুলনায় শিয়ালদহ মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা অনেক বেশি। এর ফলে শিয়ালদহ ডিভিশনের একাধিক শাখা থেকে প্রচুর যাত্রী মেট্রো ব্যবহার করে বাইপাস, সল্টলেক যেতে পারবেন।
সোমবার উদ্বোধন হয়ে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ মেট্রো স্টেশন। উদ্বোধন করেন কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি। তবে ওই উদ্বোধন অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হয়েছে। যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। এর প্রতিবাদে তৃণমূল ওই অনুষ্ঠান বয়কট করে। সেদিনই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে চলে যান।মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে বলে বুধবার প্রতিবাদে শামিল হয় তৃণমূল
Be the first to comment