শ্রীলঙ্কার উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবার নাক গলাল আমেরিকা ও ইউরোপ। কলম্বোস্থিত মার্কিন রাষ্ট্রদূত জুলি চাং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আবেদন জানিয়েছেন। দেশের সব দলের কাছে তাঁর আবেদন, এই সংকটের সময় তারা হাতে হাত মিলিয়ে সংবিধানের মর্যাদা রক্ষা করে। আমেরিকা যে কোনও ধরনের হিংসাত্মক আচরণের নিন্দা করে এবং শ্রীলঙ্কায় অবিলম্বে আইনের শাসন ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন জুলি।
এদিকে, ব্রিটেনের লিবারেল ডেমোক্র্যাটসের নেতা এড ডাভে ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে গ্রেফতারের পরোয়ানা জারি করা হোক। এরজন্য ব্রিটেনের বন্ধু দেশগুলিকে একমত করানোর দাবি জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে ডাকা পার্লামেন্টের একটি জরুরি বিতর্কে এই দাবি তোলেন এড।
শুধু তাই নয়, ব্রিটেন, সিঙ্গাপুর ও বাহরিন সরকার তাদের নাগরিকদের এই মুহূর্তে খুব জরুরি কাজ ছাড়া শ্রীলঙ্কা ভ্রমণে নিষেধ করে দিয়েছে। এর মধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শ্রীলঙ্কায় অশান্তির জন্য রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। শুধু শ্রীলঙ্কাতেই নয়, তাঁর ভাষায় গোটা বিশ্বেই খাদ্যাভাব দেখা দিয়েছে রাশিয়ার জন্য। ইউক্রেন অভিযান চালাতে গিয়ে রাশিয়া গোটা বিশ্বকে বিপদে ফেলেছে।
Be the first to comment