শ্রীলঙ্কার দখল করা সরকারি ভবনগুলি ছেড়ে দেবে আন্দোলনকারীরা

Spread the love

শ্রীলঙ্কার সরকার-বিরোধী আন্দোলনকারীরা সরকারি ভবনগুলি দখলমুক্ত করার কথা জানিয়ে দিল। বৃহস্পতিবার সকালেই তারা জানিয়ে দেয়, দখল করে রাখা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন, কার্যালয়গুলি থেকে শান্তিপূর্ণভাবে সরে যাবে। কিন্তু, পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের ইস্তফার দাবিতে অনড় রয়েছে। মালদ্বীপ জার্নালের খবর অনুযায়ী, রাজাপক্ষে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই সিঙ্গাপুর পৌঁছে যাবেন।

একটি সূত্র জানাচ্ছে, তিনি সৌদি এয়ারলাইন্সের বিমানে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর যাবেন। আবার অন্য একটি সূত্রে জানা গিয়েছে, গোতাবায়ার জন্য বিশেষ জেট বিমানের ব্যবস্থা করা হয়েছে। তবে আপাতত সিঙ্গাপুর গেলেও দেশের মানুষের চোখে ধুলো দিতে সেখান থেকে সৌদিও পালাতে পারেন তিনি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে মালদ্বীপ অত্যন্ত নিরাপদ আশ্রয় মনে হলেও সেখানেও বিক্ষোভ দেখা দেওয়ায় তিনি সিঙ্গাপুর চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও মালদ্বীপের শাসক দল এমডিপি’র সঙ্গে শ্রীলঙ্কার কয়েক যুগ ধরে সুসম্পর্ক রয়েছে। এমডিপি’র প্রবীণ নেতাদের বাড়ি ও ব্যবসা রয়েছে কলম্বোয়। এমনকী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলির শ্বশুরমশাই সিক্কা আহমেদ ইসমাইল মানিক শ্রীলঙ্কাতেই থাকেন। সেখানে তাঁর বহু কোটির বিভিন্ন ব্যবসা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*