গোটা দেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি মৌসম ভবনের

Spread the love

টানা বৃষ্টিতে বিপর্যস্ত প্রায় গোটা দেশ। ভারী বৃষ্টির জেরে গুজরাত, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতেই আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিল মৌসম ভবন। আবহাওয়া দফতরের বৃহস্পতিবারের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টিপাত চলবে সোমবার থেকে টানা পাঁচ দিন।

জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। সেভাবে বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। তবে, নিম্নচাপের জেরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে সপ্তাহান্তে বদলাতে চলছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। বুধবার থেকে বৃষ্টি বেড়েছে উপকূলবর্তী অঞ্চলে। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, সোমবার থেকে বাড়বে বৃষ্টি। ফলে, দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল মিটবে বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পরেছে গুজরাত। রাজ্যের বহু শহর ও গ্রামীণ এলাকা জলমগ্ন। ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ৬৩ জন। জলমগ্ন রাজ্যের বিস্তীর্ণ এলাকা। গুজরাতে কোনও কোনও এলাকায় দুর্গতদের উদ্ধার করতে উপকূল রক্ষী বাহিনী হেলিকপ্টার নামিয়েছে।  জলমগ্ন রাজ্যের বিস্তীর্ণ এলাকা।

অন্যদিকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, কোলাপুর, অমরাবতী, থানে-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়। আবহাওয়া দফতর রেড অ্যালার্ট জারি করেছে পালঘর, নাসিক এবং পুনেতে। ভারী বৃষ্টিতে জলের তলায় একাধিক জেলা। আগামী ১৬ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির জেরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজও। শহরগুলিতে বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*