ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাংবাদিক মহম্মদ জুবের ৷ এবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সবক’টি মামলা খারিজের আবেদন জানালেন অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা ৷ পুরনো একটি টুইটকে কেন্দ্র করে জুবেরের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিস ৬টি অভিযোগ দায়ে করে ৷ প্রথম অভিযোগটি দায়ের হয়েছিল উত্তরপ্রদেশের সীতাপুর থানায় ৷ সেই মামলায় কিছুদিন আগেই সাংবাদিকের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ায় সুপ্রিম কোর্ট ৷ ৭ সেপ্টেম্বর আবার শুনানি হবে ৷ এদিকে সীতাপুর ছাড়াও লখিমপুর খেরি, হাথরাস, মুজফফরনগর এবং গাজিয়াবাদে অভিযোগ দায়ের হয় জুবেরের বিরুদ্ধে ৷ সেই সবক’টি মামলা খারিজের পাশাপাশি সিটের তদন্ত বাতিলের দাবি জানিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন জানালেন মহম্মদ জুবের ৷
চার বছর আগে করা একটি টুইটের প্রেক্ষিতে গত ২৭ জুন সাংবাদিককে গ্রেফতার করে দিল্লি পুলিস ৷ আশির দশকের একটি হিন্দি ছবির স্ক্রিনশট শেয়ার করে টুইটটি করেছিলেন জুবের ৷ তারপরই সাংবাদিকের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে উত্তরপ্রদেশের সীতাপুর থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হন জুবের ৷ উত্তরপ্রদেশ পুলিস সিট গঠন করে তাদের হাতে তদন্তভার তুলে দেয় ৷
উল্লেখ্য, জুবেরই প্রথম পয়গম্বরকে নিয়ে নূপূর শর্মার বিতর্কিত মন্তব্যের ভিডিয়োটি সামনে আনেন৷ তারপরই দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে হিংসা ৷ বিরোধীদের অভিযোগ, সত্যিটা সামনে আনায় জুবেরকে গ্রেফতারের নির্দেশ দেয় বিজেপি ৷ এদিকে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও অন্য মামলাগুলির জন্য জেলেই রয়েছেন জুবের ৷
Be the first to comment