১৯ বছরের পুরনো মামলায় দু’বছরের জেল হলো পঞ্জাবি গায়ক দালের মেহেন্দির ৷ ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে মানবপাচারের জড়িত থাকার অভিযোগ ওঠে ৷ মোট ৩১টি মামলায় অভিযুক্ত হন দালের এবং তাঁর ভাই সামশের সিং ৷ সেই মানবপাচার কাণ্ডের একটি মামলাতেই দোষী সাব্যস্ত হন তিনি ৷
এরপর কয়েকটি শর্ত সাপেক্ষে জামিনের আবেদন করেন একসময়ের এই জনপ্রিয় গায়ক ৷ তবে পাতিয়ালার একটি আদালত বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ ফলে আপাতত জেলই তাঁর ঠিকানা হতে চলেছে ৷
নয়ের দশকে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন দালের ৷ গায়ক হিসেবে দেশবাসীর মনে স্বতন্ত্র জায়গাও করে নেন তিনি ৷ তাঁর একাধিক গান জনপ্রিয়তার শিখরে পৌঁছয় ৷ তবে ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে ওঠে মানবপাচারের অভিযোগ ৷ এরপর থেকেই তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়তে থাকে ৷ দালেরের আরেক ভাই গায়ক মিকা সিং-ও তাঁর আচরণের জন্য অতীতে সমালোচিত হয়েছেন ৷
Be the first to comment