কয়লা পাচার কাণ্ডে শুক্রবার ইডির ডাকে সাড়া দিলেন না রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। শুক্রবার দিল্লির সদর দফতরে দু’জনকে তলব করেছিল ইডি। কিন্তু চতুর্থবারও হাজিরা এড়ালেন মলয় ঘটক। সূত্রের খবর, এদিন সময় পেরিয়ে গেলেও ইডির সদর দফতরে আসেননি মন্ত্রী মলয়।
এমনকি বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোও আসেননি। তবে সুশান্ত তদন্তকারী অফিসারদের ইমেল করে জানিয়েছেন যে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যস্ত থাকায় এদিন যেতে পারেননি তিনি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনে কলকাতায় এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন অফিসাররা।
কিন্তু, হাজিরা এড়ানোর বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের কিছুই জানাননি মলয় ঘটক। এর আগে ওই তদন্তকারী সংস্থাটি বেশ কয়েক বার নোটিস দিয়ে তাঁকে দিল্লিতে ডেকে পাঠায়। তাতে একবার সাড়াও দেন মলয়। কিন্তু এদিন হাজিরা দেননি তিনি। তবে সূত্রের খবর, ফের মন্ত্রী মলয় ঘটককে নোটিস পাঠাতে পারে ইডি।
Be the first to comment