কয়লা কাণ্ডে অভিযুক্ত সুভাষ মুখোপাধ্যায়কে শনিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হলে তাকে তিন দিনের সিবিআইয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। সিবিআই সূত্রে খবর, নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদনে সাড়া দিয়ে সুভাষকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য, বৃহস্পতিবার কয়লা পাচার কাণ্ডে ইসিএলের বর্তমান ও প্রাক্তন জেনারেল ম্যানেজার-সহ সাতজনকে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। শনিবার এই মামলায় ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়কে আদালতে পেশ করে সিবিআই আধিকারিকরা। আগামী ১৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে।
সুভাষের আইনজীবী জানান, গতকাল তাকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সুভাষের কাছ থেকে যে টাকার লেনদেন হয়েছিল সে বিষয়ও জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এ ব্যাপারে তার আইনজীবী জানান, ওই টাকা তিনি তার মেয়ের বিয়ের জন্য নিকটতম আত্মীয়দের থেকে নিয়েছিলেন। সেই নথিও রয়েছে। আগামী ১৮ জুলাই আদালতে পেশ করবেন বলে জানান তিনি।
Be the first to comment