২১ জুলাই কালীঘাটের বাড়িতে সাংসদদের বৈঠক ডাকলেন মমতা

Spread the love

২১ জুলাই বিকেলে দলের জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার অধিবেশনে দলের রণকৌশল কী হবে তা স্থির করতেই ওই বৈঠক ডাকা হয়েছে। লোকসভার ও রাজ্যসভার সমস্ত সাংসসদকে ওই বৈঠকে অবশ্যই হাজির থাকতে হবে  বলে নেত্রীর নির্দেশ। ধর্মতলায় শহীদ দিবসের সমাবেশ শেষ হওয়ার পরই কালীঘাটে নেত্রীর বাড়িতে ওই বৈঠক হবে। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়েও ওই বৈঠকে আলোচনা হবে বলে দলীয় সূত্রের খবর। 

শনিবার রাতেই বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে এনডিএ। নেত্রীর নির্দেশ এ ব্যাপারে এখন কেউ কোনও মন্তব্য, বিবৃতি বা প্রতিক্রিয়া দিতে পারবেন না। ২১ তারিখ বৈঠকে দলের বক্তব্য সরকারিভাবে জানানো হবে। 

উল্লেখ্য, যে রাজ্যপালের সঙ্গে শাসকদলের  সম্পর্ক গত ৩ বছর ধরেই অত্যন্ত তিক্ত, সেই রাজ্যপাল বাংলা ছেড়ে চলে যাচ্ছেন। এর পরও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া না মেলায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। রাজ্যপালের সঙ্গে চূড়ান্ত বিরোধ থাকা সত্ত্বেও দার্জিলিঙে রাজভবনে তাঁর এবং বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে দীর্ঘ বৈঠক হয়। তাতে হাজির ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাও। ওই বৈঠক সম্পর্কে অবশ্য কেউই কিছু বলেননি। মমতা শুধু বলেন, সৌজন্য সাক্ষাৎকার। সেই বৈঠক ঘিরেও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*