এখনও পর্যন্ত ভারত সরকারের তরফে কেজরিওয়ালকে সিঙ্গাপুরে যাওয়ার কোনও অনুমতি দেওয়া হয়নি। আর মাত্র কয়েক দিন পরই শুরু হচ্ছে সিঙ্গাপুরে সম্মেলন। কিন্তু, এখনও পর্যন্ত অনুমতি না মেলায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, দেশের একজন মুখ্যমন্ত্রীকে এভাবে আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য পেশ করতে বাধা দেওয়া হচ্ছে। এটা দেশের স্বার্থের পরিপন্থী। এই সফরের সঙ্গে দেশের স্বার্থ-সম্মান জড়িয়ে আছে।
কেজরি আরও বলেন, দিল্লি সরকারের মডেল দেখার পর তা বিস্তারিত ভাবে জানতেই সিঙ্গাপুর প্রশাসনের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনে যোগ দিতে না দেওয়ার অর্থ দেশের গৌরবকে দমিয়ে রাখা।
আজ, বরিবার সংসদীয় মন্ত্রী প্রহ্লাল যোশী সর্বদল বৈঠক ডেকেছেন। ওই বৈঠকেও আপের তরফে বিষয়টি তোলা হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে বাংলার মুখ্যমন্ত্রী-তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন-ইতালি সফরের অনুমতি বাতিল করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ফের একবার সেই অসহযোগিতার উদাহরণ সামনে এল।
Be the first to comment