উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে পাওয়ারের বাড়িতে বৈঠক বিরোধীদের

Spread the love

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা তাদের প্রার্থীর নাম জানানোর পর এনডিএর তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হয়৷ কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ সবার আগে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে৷ অথচ বিরোধী শিবির কোনও নাম এখনও পর্যন্ত জানায়নি৷ এদিকে আগামী ১৯ জুলাই উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷ তার আগে আজ রবিবার, উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করতে বৈঠকে বসছে বিরোধীরা৷ এদিন দুপুর ৩টে নাগাদ এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে হবে বৈঠকটি৷

যদিও সেই বৈঠকে কোনও প্রতিনিধিকে পাঠাচ্ছে না তৃণমূল৷ দলের তরফে জানানো হয়েছে, ২১ জুলাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত সাংসদরা৷ তবে সূত্রের খবর, ২১ জুলাই শহীদ সমাবেশের পর বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে উপরাষ্ট্রপতি নির্বাচনে বাংলার শাসক দলের অবস্থান ঠিক করা হবে৷ 

শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ শিবিরের তরফে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি৷ এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা প্রথম তাদের বাছাই করা প্রার্থী তৃণমূল নেতা যশবন্ত সিনহার নাম ঘোষণা করে৷ তারপর বিজেপি দ্রৌপদী মুর্মুর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সামনে আনে৷ তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আগে জানলে তিনি ভেবে দেখতেন৷ অর্থাৎ বিজেপি আগে তাদের প্রার্থীর নাম ঘোষণা করলে তিনি দ্রৌপদীকে সমর্থন করার কথা চিন্তাভাবনা করতেন৷ কিন্তু যশবন্তের নাম ঘোষণা হয়ে যাওয়ায় সেই সুযোগ আর রইল না৷

তাই এবার বিরোধীরা আগে এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণার অপেক্ষায় ছিল৷ প্রার্থী পছন্দ হলে সেক্ষেত্রে হয়তো বিরোধীরা কাউকে দাঁড় করাতে নাও পারে৷ বিরোধীরা প্রার্থী না দিলে ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের কোনও মূল্যই থাকবে না৷ অন্যদিকে জগদীপ ধনখড়কে বিজেপি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করায় তৃণমূল কী করবে সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল৷  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*