পাবলিক সার্ভিস কমিশনকে জরিমানা কলকাতা হাইকোর্টের। ফায়ার অপারেটর পদে নিয়োগ দুর্নীতি মামলায় কমিশনকে দশ হাজার টাকা জরিমানার নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। হলফনামা জমা দিতে আরও দুসপ্তাহ সময় চাইল পাবলিক সার্ভিস কমিশন।
এর আগেও কমিশনকে একসপ্তাহ বাড়তি সময় দিয়েছিল আদালত। সোমবার ফের বাড়তি সময় চাওয়াতেই জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। চলতি সপ্তাহের মধ্যে জরিমানার অর্থ রাজ্যের আইনি সহায়তা কেন্দ্রে জমা দিতে হবে। তিন সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত। এই তিন সপ্তাহের মধ্যে কোনও নিয়োগ করতে পারবে না কমিশন।
দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আবারও বাড়ল। আরও চার সপ্তাহ মেয়াদ বৃদ্ধির নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের।প্রায় ১৫০০ শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি। ২০১৮ সালে জারি হয় বিজ্ঞপ্তি। ২০১৯ সালে ফল ঘোষণা হয়। খেলোয়াড়দের জন্য বিশেষ সংরক্ষণ, প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ শংসাপত্রকে মান্যতা না দিয়েই মেধাতালিকা প্রকাশ হয়। এই মর্মে স্যাটে মামলা দায়ের করেন চাকরিপ্রার্থীরা।
তবে মামলা খারিজ করে স্যাট। তা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। সেই মামলাতেই এদিন এই নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের।
Be the first to comment