মাসের শুরুতেই স্বস্তি। ফের কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। একধাক্কায় ৩৬ টাকা ৫০ পয়সা কমল দাম। এই নিয়ে পরপর তিন মাস দাম কমল সিলিন্ডারের। তার ফলে স্বস্তিতে হোটেল, রেস্তরাঁ ব্যবসায়ীরা।
কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে আগে ব্যবসায়ীর খরচ পড়ত ২ হাজার ৯৫ টাকা ৫০ পয়সা। তবে মাস পয়লায় সিলিন্ডারের দাম কমায় এবার খরচ কমে দাঁড়াল ১ হাজার ৯৭৬ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে বাণিজ্যিক গ্যাসের দাম ১ হাজার ৯৩৬ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে ২ হাজার ১৪১ টাকা। তবে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত।
এর আগে গত জুলাই মাসের শুরুতেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় অনেকটা কমানো হয়েছিল। জুলাইয়ের শুরুতে একধাক্কায় ১৮২-১৯৮ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। তার আগে জুনেও কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সেবার সিলিন্ডার প্রতি দাম কমেছিল ১৩৫ টাকা করে। আগস্টের শুরুতেও কমল দাম। এই নিয়ে পরপর তিনমাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে স্বস্তিতে হোটেল ব্যবসায়ীরা। এর পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও।
যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম চলতি মাসে অপরিবর্তিত। ফলে গৃহস্থের হেঁসেলে এখনই কোনও স্বস্তির খবর নেই।
Be the first to comment