অপার মতো বেনামি জমি-বাড়ির হদিশ পেতে তৎপর কলকাতা পুরনিগম

Spread the love

রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতার শহর, শহরতলি জুড়ে ছড়িয়ে নামে-বেনামে ফ্ল্যাট, জমি। ইডির তদন্তে বেশ কিছু প্রকাশ্যে এসেছে। তারপরেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরনিগম। কোনও ব্যক্তিরই এমন বেনামি সম্পত্তি বা জমি যাতে পুরনিগমের নজর না এড়িয়ে যায় তাই আধিকারিকদের কোমর বেঁধে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সেই নির্দেশমাফিক ময়দানে নামতে চলেছেন কলকাতা পৌরনিগমের কর মূল্যায়ন বিভাগের কর্মী-আধিকারিকরা।

কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, আগামী মাস তিনেক সময়কালে শহরে আর কোনও অমূল্যায়িত সম্পত্তি থাকবে না। সমস্ত সম্পত্তি কর মূল্যায়নের আওতায় আনা হবে। ফ্ল্যাট-বাড়ি কিংবা জমি, অফিস সম্পত্তি করের আওতায় আনবে কলকাতা পুরনিগমের কর মূল্যায়ন বিভাগ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, মালিকানাহীন জমি বা বাড়ির কলকাতা পুরনিগম নিজের অধীনে আনবে। যদি কেউ নিজেকে পরে সংশ্লিষ্ট সম্পত্তির মালিক দাবি করেন, তাহলে তাঁকে প্রমাণ দিয়ে সেই জমি পুরনিগমের কাছ থেকে নিতে হবে।

একই সঙ্গে মিটিয়ে দিতে হবে সমস্ত বকেয়া সম্পত্তি কর। কেএমডিএ বা অন্য কোনও সংস্থার জমি হলেও সে বিষয়ে পুরনিগমকে অবগত করতে হবে।

এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরে এমন অনেক সম্পত্তি আছে যা কার্যত ‘বেওয়ারিশ’। দীর্ঘদিন যাবত মালিক হিসেবে কেউ সেই সম্পত্তির দাবি করেন না। সম্পত্তি করও দেন না। অনেক সরকারি-বেসরকারি সংস্থার জমিও এর মধ্যেই রয়েছে । এই মূল্যায়নহীন জমিগুলোকে চিহ্নিত করেছে পুরনিগম। তিন মাসের মধ্যে এমন ফ্ল্যাট, বাড়ি বা সরকারি-বেসরকারি সমস্ত জমিকে সম্পত্তিকর মূল্যায়নের আওতায় আনা হবে।

আধিকারিকদের একাংশের মতে, এতে যেমন বেনামি সম্পত্তি হদিশ মিলবে, তেমনই সম্পত্তি কর বাবদ মোটা অঙ্কের আয়ও হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*