রাজ্য মন্ত্রিসভায় রদবদল, রাজভবনে শপথ নিলেন বাবুল-সহ নতুন ৮ জন

Spread the love

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর রাজ্য মন্ত্রিসভায় রদবদলের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে কারা পূর্ণমন্ত্রী এবং কারা প্রতিমন্ত্রী হতে পারেন তা নিয়ে বুধবার দুপুর পর্যন্ত জল্পনা জিইয়ে রেখেছিলেন তিনি৷ এদিন বিকেল ৪টেয় সেই জল্পনার অবসান ঘটল৷ মন্ত্রী হিসেবে শপথ নিলেন মোট আটজন৷ তৃণমূলের টিকিটে জিতে আসা বাবুল সুপ্রিয়কে মন্ত্রিসভায় জায়গা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে পূর্ণমন্ত্রী করা হয়েছে৷

এছাড়া পার্থ ভৌমিক, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী ও প্রদীপ মজুমদার এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন৷ প্রতিমন্ত্রী করা হয়েছে সত্যজিৎ বর্মন, তাজমুল হোসেনকে৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা, বিপ্লব রায়চৌধুরী৷

২০২১ সালের ২১ সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়৷ পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বাবুলকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেন মমতা৷ সেই কেন্দ্র থেকে জয়ী হয়ে বাবুল এই বছর মে মাসে বিধায়ক হিসেবে শপথ নেন৷ ঠিক তিনমাস পর তাঁকে মন্ত্রিসভায় জায়গা দিলেন মমতা৷ বাবুলের সঙ্গেই জাঙ্গিপাড়া এবং দুর্গাপুরের দুই বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এবং প্রদীপ মজুমদার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন৷ দিনহাটার উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী উদয়ন গুহর ঠাঁই হল মন্ত্রিসভায়৷ উত্তর ২৪ পরগনার নৈহাটির বিধায়ক হলেন পার্থ ভৌমিক৷ তাঁকেও পূর্ণমন্ত্রী করা হয়েছে৷

অন্যদিকে, ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদাকে আগেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমন্ত্রী করেছিলেন৷ তাঁকে এবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে৷ এদিন তিনি সাঁওতালি ভাষায় শপথ নেন৷ তাঁর সঙ্গে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায়চৌধুরী৷ এছাড়া হেমতাবাদের সত্যজিৎ বর্মন এবং মুর্শিদাবাদের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*