বীরভূমে তৃণমূলের পদ ছাড়লেন ব্লক সভাপতি

Spread the love

বছর ঘুরলেই রাজ্যের পঞ্চায়েত ভোট। প্রশাসনের একেবারে তৃণমূলস্তরে কার শিখড় কতটা বিস্তৃত হবে তা নিয়ে লড়াই। প্রকাশ্যে না হলেও রাজনৈতিক দলগুলির অন্দরে অন্দরে চলছে প্রস্তুতি। এই অবস্থায় রাজ্যের অন্যতম আলোচিত জেলা বীরভূমের শাসক দুর্গে ভাঙন।

দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে পদ ছাড়েন নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি বিভাস অধিকারী। বুধবার তিনি এই মর্মে একটি চিঠি জমা করেন জেলা নেতৃত্বের কাছে। সেই পদত্যাগ পত্রে নিজের শারীরিক কারণকেই সামনে এনেছেন বিভাসবাবু। যদিও তাঁর হঠাৎ এই পদত্যাগ বীরভূমের রাজনীতিতে বিভিন্ন গুঞ্জনের সৃষ্টি করেছে। অনেকের দাবি, তাঁর সঙ্গে নাকি বিজেপির যোগাযোগ বেশ ভালই।

যদিও নিজের স্বপক্ষে বক্তব্য রাখতে গিয়ে শারীরিক অসুস্থতাকেই সামনে এনেছেন বিভাসবাবু। তিনি বলেন, ‘আমার যখন শরীর ভাল ছিল তখন দলের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি। শেষ লোকসভা ভোটের সময় আমাদের প্রার্থী শতাব্দী রায়কে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং ভোটের প্রচার করেছি। এখন আমি শারীরিকভাবে অসুস্থ তাই আর পারব না। হৃদযন্ত্রজনিত সমস্যা রয়েছে আমার। এছাড়াও হাতের পেশিগত সমস্যা রয়েছে। এই অবস্থায় গ্রামে গ্রামে ঘুরে ভোট করা আমার পক্ষে সম্ভব নয়। তাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*