দীর্ঘ বছর পর গান্ধী বিহীন কংগ্রেস সভাপতি নির্বাচনে বিপুল ভোটে জয় পেলেন দলের বরিষ্ঠ সাংসদ মল্লিকার্জুন খাড়গে। প্রতিদ্বন্দ্বী শশী থারুরের তুলনায় ৮ গুণ বেশি ভোট পেলেন খাড়গে। দীর্ঘ বছর সভাপতি বিহীন কংগ্রেসের খরা কাটিয়ে অতঃপর লোকসভা নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দেবেন কর্নাটকের প্রবীণ সংসদ।
কংগ্রেসের সভাপতি নির্বাচন উপলক্ষে গত সোমবার দেশ জুড়ে চলে ভোট গ্রহণ পর্ব। বুধবার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। তিনি জানান, সভাপতি নির্বাচনে ৭৮৯৭ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বে শশী থারুর পেয়েছেন মাত্র ১০৬০ টি ভোট। এদিকে দলের আভ্যন্তরীণ ভোটে রিগিংয়ের অভিযোগ তুলে সরব হতে দেখা যায় খাড়গের প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে। অবশ্য নির্বাচনের ফলাফল ঘোষণার পর নয়া সভাপতিকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেন তিনি।
টুইটারে শশী থারুর লেখেন, “কংগ্রেসের সভাপতির মত গুরুত্বপূর্ণ পদ অত্যন্ত সম্মানের ও দায়িত্বের। আমি আশা করব খাড়গেজি এই গুরু দায়িত্ব সফল ভাবে পালন করবেন।” পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের প্রসঙ্গে তিনি লেখেন, “দেশজুড়ে ১০০০ এর বেশি সহকর্মীর সমর্থন পাওয়া, এতজন শুভাকাঙ্ক্ষীর আশা আকাঙ্ক্ষা বহন করাও সৌভাগ্যের বিষয়।”
Be the first to comment