রাজকুমার ঘোষ:
সেদিন ছাত্র ছিলাম…
চোখে স্বপ্ন ছিল, জীবন গড়ার স্বপ্ন,
আর ছিল সে………,
স্বপ্নের পথে হাত ধরে যাকে নিয়ে অনেক দূরে চলে যেতাম ।।
যাকে আপন করে নেবার তীব্র বাসনা ছিল,
এক সঙ্গে ঘর বাঁধার ইচ্ছা মনের মধ্যে দানা বেঁধে ছিল ।।
সেই কাঙ্খিত দিন আবারো এক ভ্যালেন্টাইন ডে…
একবুক আশা ও হাতে একটা গোলাপ নিয়ে
মনের গোপন কথা ব্যক্ত করতে গিয়েছিলাম ।।
দেখি সে অন্য কারোর হাত ধরে বেরিয়ে গেছিল,
আর “শুকনো করে গিয়েছিল ভ্যালেন্টাইন ডে” কে !!
জীবনের চোদ্দটা বছর কেটে গেছে,
সেই দিনের কথা আজও স্মৃতিতে রয়ে গেছে,
তার কথা ভাবি, ভীষণ মনে ব্যাথা পাই ।।
কিন্তু আজ সে সুখি নেই…
তার ভালোবাসার মানুষ তাকে বঞ্চিত করেছে।
সে আজ অসহায়, নিঃসঙ্গতাই তার আপন ।।
আজ আসা ভ্যালেন্টাইন ডেতে তার কথা ভাবি আর মনে মনে বলি,
“শুকনো হয়ে যাবে আবার ভ্যালেন্টাইন ডে” !!
Be the first to comment