করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ সরিয়ে দেওয়ার পর আজ শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি বামেদের। এর মাঝেই হাওয়া গরম করতে ময়দানে নেমেছে বিজেপি।
শহরের প্রাণকেন্দ্র ধর্মতলাকে অবরুদ্ধ করার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। পুলিশ পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ করতে শুরু করেন রাজ্য বিজেপির নেতা কর্মীরা। এরপর পুলিশ বিজেপির কর্মী সমর্থকদের উঠে যেতে অনুরোধ করলেও, তাঁরা সে কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ। ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তায় বসে পড়েন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। হয় চাকরি দিন, নয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এই দাবি তুলে বিজেপি নেতৃত্ব খবরের শিরোনামে আসার চেষ্টা করতে থাকেন। ধর্মতলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর মাঝেই চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দাবি তোলা হয় বিজেপির তরফ থেকে। ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।পাশাপাশি রাজ্যের শিক্ষা সচিবকে ডেকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন তিনি।
অন্যদিকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে কংগ্রেসও। বামেদের প্রতিবাদ মিছিল আর বিজেপির বিক্ষোভের পরে এবার পথে নামল কংগ্রেসও। খবরের শিরোনামে এসে পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করার চেষ্টায় প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে মেয়ো রোডের উদ্দেশ্যে মিছিল শুরু করেছে কংগ্রেস।
Be the first to comment