উৎসবের আবহে দুর্যোগের কাঁটা। সিত্রাং নিয়ে বাড়ছে চিন্তা। হাওয়া অফিস বলছে আগামী ২৪ অক্টোবর আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে ২৫ অক্টোবর নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল লাগোয়া এলাকায় প্রভাব ফেলবে।
দীপাবলির আবহে, দুর্যোগের ঘনঘটা বাংলার বুকে। ফুঁসছে সাগর, ২৪ এবং ২৫ অক্টোবর অর্থাৎ আগামী সোমবার এবং মঙ্গলবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষ খবর অনুযায়ী ঘূর্ণিঝড় বাঁক নেবে বাংলাদেশের দিকে। যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে ঘূর্ণিঝড় সঠিকভাবে নিজের আকার না নিলে গতিপথ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাজ্য সরকার।
এদিকে কলকাতায় ঝড়ের প্রভাবে ঘন্টায় ৯০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। সেইমতো ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ক্রেন, কাটিং মেশিন তৈরি রাখার কথা বলা আছে। অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্টকে বলা হয়েছে হোর্ডিং খুলে ফেলার জন্য। বিশেষত যেগুলো পড়ে যেতে পারে বা পুরনো বাড়ির গায়ে লাগানো রয়েছে সেই সমস্ত হোর্ডিং ব্যানার আগে থেকেই সরিয়ে ফেলছেন পুরকর্মীরা। মুখ্যমন্ত্রী নির্দেশ মত প্রস্তুত বিপর্যয় মোকাবিলা টিম। সমস্ত পাম্পিং স্টেশন গুলিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। সুন্দরবন এলাকায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তেমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর, কালীপুজোয় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
Be the first to comment