তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন শি জিনপিং

Spread the love

জল্পনার অবসান ঘটিয়ে ফের চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন শি জিনপিং। তৃতীয়বারের জন্য চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। রেকর্ড গড়ে শনিবারই দেশের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ৫ বছর শুধু দেশের শীর্ষ পদে থাকবেন তিনি। চিনা সংবিধান অনুযায়ী যিনি পার্টির সাধারণ সম্পাদক হন তিনিই হন দেশের সেনাবাহিনীর প্রধান। সেইমতো চিনের পিপলস লিবারেশন আর্মির মাথাতেও থাকবেন শি।

মাও জে দং-এর পর নিজেকে চিনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন শি জিনপিং। হলও তাই। ঐতিহাসিক রেকর্ড গড়ে চিনে নিজের তৃতীয় মেয়াদ নিশ্চিত করলেন ৬৯ বছর বয়সী এই নেতা। এদিকে জিনপিং-এর জায়গা না বদলালেও পালটে গিয়েছে চিনা কমিউনিস্ট পার্টির একাধিক মুখ। জানা যাচ্ছে, একাধিক উচ্চপদস্থ নেতাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ২০০ জন অভিজ্ঞ সদস্যকে নিয়ে গঠিত হয়েছে নয়া সেন্ট্রাল কমিটি। তাঁরা সকলে মিলে রবিবার তৈরি করেছেন নতুনন স্ট্যান্ডিং কমিটি। শি জিনপিং-এর নেতৃত্বে এই নয়া স্ট্যান্ডিং কমিটি দেশের সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জানা গিয়েছে, পুরনো স্ট্যান্ডিং কমিটি থেকে বাদ পড়েছেন চারজন প্রবীণ নেতা। নিজের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত লোকেদেরই স্ট্যান্ডিং কমিটিতে বসিয়েছেন শি।

এদিন শি বলেছেন, “গত কয়েক দশক ধরে চিন দুটি কাজ সাফল্যের সঙ্গে করতে চেয়েছে। তা হল, দ্রুত আর্থিক উন্নয়ন এবং ইস্পাতদৃঢ় রাজনৈতিক স্থিতিশীলতা। সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই চিনের লক্ষ্য।’ শি এদিন আরও বলেন, ‘আগামী দিনে গোটা বিশ্বকে প্রয়োজন চিনের। তেমন চিনকেও প্রয়োজন গোটা দুনিয়ার।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*