কলকাতায় উদ্ধার হল মাদক তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল। শনিবার আনন্দপুরে একটি গুদামে হানা দিয়ে ৩,৬০০ কিলোগ্রাম পোস্তর খোলা উদ্ধার করে পুলিশ ও এসটিএফ। যা মাদক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা গিয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদক কারবারি সুলতান আহমেদ ও তার সহযোগী ফৈয়জ আলমকে।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার আনন্দপুরে একটি গুদামে হানা দেয় কলকাতা পুলিশ ও স্পেশ্যাল টাস্ক ফোর্স। গুদামে রাখা শতাধিক বস্তা দেখে চক্ষু ছানাবড়া হয়ে যায় পুলিশের। জানা গেছে, মজুত রাখা ১৬৩টি বস্তা থেকে প্রায় ৩,৬০০ কিলোগ্রাম পোস্তর খোলা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া পোস্তর খোলার দাম আনুমানিক ৩০ কোটি টাকা বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
মাদক তৈরির কাঁচামাল উদ্ধারের পাশাপাশিই মাদক কারবারি সুলতান আহমেদ ও তাঁর সহযোগী ফৈয়াজ আলমকে গ্রেফতার করে পুলিশ। এই কাঁচামাল কোথা থেকে আনা হয়েছিল, আর কোথায়ই বা পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার মাদক। সম্প্রতি কাটোয়ায় মাদক উদ্ধার ও মাদক কারবারী গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল।
Be the first to comment