মাইক্রোসফটে সত্য নাদেলা, অ্যাডোবিতে শান্তনু নারায়ণ এবং গুগল অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই এর পর ইউটিউবের সিইও পদেও এবার ভারতীয় বংশোদ্ভূত। বিশ্বের বৃহত্তম এবং বহুল ব্যবহৃত ভিডিও স্ট্রিমিং সংস্থা ইউটিউবের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন সুজ়ান ওয়োজ়সিকি। তাঁর জায়গায় নতুন সিইও হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নিল মোহন। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে এ কথা জানান সুজান। কে এই নিল মোহন? কী তাঁর পরিচয়?
নতুন সিইও নিল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। ২০০৮ সালে তিনি গুগলে যোগ দেন। ২০১৫ সালে তিনি মুখ্য পণ্য কর্মকর্তা হন। তার আগে নিল কাজ করতেন মাইক্রোসফটে। এ ছাড়া বহু নামী সংস্থায় বোর্ড সদস্যও ছিলেন তিনি। ইউটিউব মিউজিক, ইউটিউব শর্টস, ইউটিউব টিভি এবং ইউটিউব প্রিমিয়াম তাঁরই ভাবনা।
Be the first to comment