আজ থেকে বাতিল বহু লোকাল ট্রেন, রইল তালিকা

Spread the love

চলবে হাওড়া শাখায় লিলুয়া-বর্ধমান লাইনে মেরামতির কাজ।বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হল ১৪টি লোকাল ট্রেন। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।এর জেরে ফের ভোগান্তি বাড়বে যাত্রীদের।

রেলের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিলুয়া-বর্ধমান লাইনে হাই স্পিড ট্রেন চলাচলের জন্য রেললাইনে সংস্কারকাজ-সহ উন্নতমানের ওভারহেড যন্ত্রপাতি বসানো কাজ চলবে। এই কারণে মার্চের প্রথম দিন থেকেই ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ এবং লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। মার্চ মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত যে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, তার তালিকাও প্রকাশ করেছে পূর্ব রেল।
রইল বাতিল ট্রেনের তালিকা-

হাওড়া থেকে ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫ লোকাল ট্রেন বাতিল করা রয়েছে।

পাণ্ডুয়া থেকে রওনা দেওয়া ৩৭৬১৪ ট্রেনটিও বন্ধ রাখা হয়েছে।

বর্ধমান থেকে দু’টি লোকাল (৩৭৮৩৪ ও ৩৭৮৪০) বাতিল।

বাতিল তারকেশ্বর (৩৭৩৫৪) লোকাল

গুড়াপ (৩৬০৭২), শ্রীরামপুর (৩৭০১২) এবং মশাগ্রাম (৩৬০৮৬) থেকে ১টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*